Dhaka 12:58 am, Thursday, 11 December 2025

ফরিদপুরে মিরান শেখ হত্যা মামলা: র‌্যাব-১০ এর অভিযানে প্রধান আসামি তন্ময় শেখ গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : 10:44:08 pm, Wednesday, 10 December 2025
  • / 20 Time View
২৮

ফরিদপুরের কোতয়ালী থানায় ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মিরান শেখ (৩৮) হত্যা মামলার প্রধান আসামি মো. তন্ময় শেখ (৩০)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১৯.৪০ মিনিটে কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জয়নালের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের ধারাবাহিক অভিযানে বড় সাফল্য: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, হত্যা, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প সম্প্রতি এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

কৌশলে ডেকে নিয়ে নির্মম হত্যাকাণ্ড:

গত ২৪ জানুয়ারি ২০২৫ রাত সাড়ে ১২টার দিকে কৌশলে মিরান খানকে গদাধরডাঙ্গী নদীর ওপারে সাইনবোর্ড গুচ্ছগ্রামে নিজের বাড়িতে ডেকে নেয় তন্ময় শেখ ও তার সহযোগীরা। সেখানে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরানের ওপর অতর্কিত হামলা চালায়।

তন্ময় শেখের নির্দেশে সহযোগীরা তাকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার একপর্যায়ে মিরান খান মাটিতে পড়ে গেলে আসামি তন্ময় তার হাতে থাকা কাটা চামচ দিয়ে মিরানের দুই চোখ উপড়ে ফেলে। এরপর তার হাত বেঁধে বিবস্ত্র অবস্থায় পাশের সাইনবোর্ড গুচ্ছগ্রাম মসজিদের মাঠে ফেলে রেখে যায়।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

খবর পেয়ে পরিবারের সদস্যরা মিরান খানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলা দায়ের ও র‌্যাবের অভিযান

এই ঘটনায় নিহতের মা ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোতয়ালী থানায় হত্যা মামলা (নং–১৪, ধারা ৩০২/৩৪) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর কাছে অধিযাচনপত্র পাঠান।

পরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বুধবার রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. তন্ময় শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তন্ময় শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফরিদপুরে মিরান শেখ হত্যা মামলা: র‌্যাব-১০ এর অভিযানে প্রধান আসামি তন্ময় শেখ গ্রেফতার

Update Time : 10:44:08 pm, Wednesday, 10 December 2025
২৮

ফরিদপুরের কোতয়ালী থানায় ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মিরান শেখ (৩৮) হত্যা মামলার প্রধান আসামি মো. তন্ময় শেখ (৩০)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১৯.৪০ মিনিটে কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জয়নালের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের ধারাবাহিক অভিযানে বড় সাফল্য: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, হত্যা, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প সম্প্রতি এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

কৌশলে ডেকে নিয়ে নির্মম হত্যাকাণ্ড:

গত ২৪ জানুয়ারি ২০২৫ রাত সাড়ে ১২টার দিকে কৌশলে মিরান খানকে গদাধরডাঙ্গী নদীর ওপারে সাইনবোর্ড গুচ্ছগ্রামে নিজের বাড়িতে ডেকে নেয় তন্ময় শেখ ও তার সহযোগীরা। সেখানে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরানের ওপর অতর্কিত হামলা চালায়।

তন্ময় শেখের নির্দেশে সহযোগীরা তাকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার একপর্যায়ে মিরান খান মাটিতে পড়ে গেলে আসামি তন্ময় তার হাতে থাকা কাটা চামচ দিয়ে মিরানের দুই চোখ উপড়ে ফেলে। এরপর তার হাত বেঁধে বিবস্ত্র অবস্থায় পাশের সাইনবোর্ড গুচ্ছগ্রাম মসজিদের মাঠে ফেলে রেখে যায়।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

খবর পেয়ে পরিবারের সদস্যরা মিরান খানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলা দায়ের ও র‌্যাবের অভিযান

এই ঘটনায় নিহতের মা ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোতয়ালী থানায় হত্যা মামলা (নং–১৪, ধারা ৩০২/৩৪) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর কাছে অধিযাচনপত্র পাঠান।

পরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বুধবার রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. তন্ময় শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তন্ময় শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানায়।