নির্বাচনের তফসিল: বিটিভি, বেতারে সিইসির ভাষণ রেকর্ড
- Update Time : 05:16:58 pm, Wednesday, 10 December 2025
- / 16 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয় বিটিভি ও বাংলাদেশ বেতারে তার ভাষণ রেকর্ড শুরু হয়।
আজ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান- বিকেল ৪টার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এ বিষয়ে আগেই বিটিভি ও বাংলাদেশ বেতার’কে অবহিত করে চিঠি দেওয়া হয়েছিল।
ভাষণের শেষ মুহূর্তের প্রস্তুতি ও এ সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে চার নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার।



















