কক্সবাজারের উখিয়া উপজেলা
উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলা
- Update Time : 12:15:45 am, Wednesday, 10 December 2025
- / 61 Time View
কক্সবাজারের উখিয়ায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে হোসন আহমদ (বৃদ্ধ) ও তাঁর নাতী সৈয়দ আলম (২৫) গুরুতর আহত হয়েছেন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে সৈয়দ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
- স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরে ০৩/২০১৬ইং দেওয়ানি মামলার চূড়ান্ত ডিক্রি অনুযায়ী গত রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে উকিল কমিশনাররা সরেজমিনে নালিশী জমির দখল বাদীপক্ষকে বুঝিয়ে দেন। এ সময় আসামিপক্ষ আদালতের আদেশ অমান্য করে বাধা প্রদান, গালিগালাজ ও হুমকি দেয়।
ভুক্তভোগী হোসন আহমদ জানান, কমিশনাররা চলে যাওয়ার পর একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে তিনি ও তার নাতী সৈয়দ আলম মরিচ্যা বাজারের পূর্বে পাগলির বিল সড়কের দক্ষিণে স মিল সংলগ্ন বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে আওয়ামীলীগের চিহ্নিত দোসর মোঃ আমিনের নেতৃত্বে ৫–৬ জন দুর্বৃত্ত ধারালো রামদা, কিরিচ, ছোরা, লোহার রড ও হাতুড়ি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
- জানা যায়, হামলার শুরুতেই আমিন পিছন দিক থেকে হোসন আহমদের মাথায় রামদা দিয়ে সজোরে কোপ দিলে তাঁর মাথার পিছনে ৪ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ২ সেন্টিমিটার গভীর কাটা জখম হয়। পরে আমিনের নির্দেশে রুবেল ছৈয়দ আলমের বুক লক্ষ্য করে ছোরা দিয়ে আঘাত করে গুরুতর অর্গান-ইনজুরি সৃষ্টি করে। একইভাবে সিরাজ ছৈয়দ আলমের বাম বুকে ছুরি মেরে আরেকটি গভীর ইনজুরি করে। সৈয়দ নূর লোহার রড দিয়ে হোসন আহমদকে আঘাত করতে চাইলে তিনি হাত তুলে প্রতিহত করলে তাঁর বাম হাতে জখম হয়। অন্য সহযোগীরা লাঠি ও হাতুড়ি দিয়ে সৈয়দ আলমের পিঠ, কোমর ও পায়ে উপর্যুপরি মারধর করে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, হামলার পর থেকে আসামিরা মামলা না করতে বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। মামলা করলে পুনরায় হামলা, হত্যা ও লাশ গুমের হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হোসন আহমদ আরও বলেন, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জমি বিরোধের জেরে পরস্পর যোগসাজশে আমাদের হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।
এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।



















