রামুর বড়ডোবা স্টেশনে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- Update Time : 08:06:43 pm, Tuesday, 9 December 2025
- / 29 Time View
- কক্সবাজারের রামু উপজেলার বড়ডোবা স্টেশনে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
বড়ডোবা স্টেশনে স্থানীয় ব্যবসায়ী জনাব জামাল হোসেন সওদাগর-এর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ ঘটিকায় স্টেশন এলাকার প্রধান সড়কে এ মানববন্ধনে স্থানীয় সাধারণ মানুষ, ক্ষুদ্র ও বড় ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন— এলাকায় বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা এবং পুরো এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না হলে বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাহত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।






















