পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- Update Time : 03:38:14 pm, Tuesday, 9 December 2025
- / 28 Time View
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় দুদক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে একই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সততা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।























