কেন্দ্রীয় যুবদল থেকে সুখবর পেলেন গাজীপুর জেলা যুবদল নেতা এস এম পলাশ চঞ্চল
- Update Time : 02:30:14 pm, Tuesday, 9 December 2025
- / 73 Time View
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম পলাশ চঞ্চল বহিষ্কার করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (দপ্তর )। অভিযোগ পর্যালোচনার পর তাকে পুনরায় স্ব-পদে বহাল করা হয়েছে।
কেন্দ্রীয় দপ্তর থেকে সোমবার (০৮ ডিসেম্বর ) রাতে মিনহাজুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। প্রত্যাহার খবর পেয়ে রাত থেকেই বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা । শ্রীপুরে নেতার বাসায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
- চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৫ সেপ্টেম্বর সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের কেন্দ্রীয় দপ্তর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এস এম পলাশ চঞ্চল সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তার আবেদনের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্ব-পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। দল আশা করে, তিনি শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবেন।
এস এম পলাশ বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি আমার আদর্শ, আবেগ এবং রাজনৈতিক পরিবার। ভুল বোঝাবুঝি দূর হওয়ায় নতুন করে দায়িত্বশীলতার অনুভূতি ফিরে পেয়েছি। দল আমাকে সম্মান ও মর্যাদা দিয়েছে।দল আমার প্রতি যে আস্থা ও সম্মান ফিরিয়ে দিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আগামী দিনে দলের নীতি ও আদর্শ সুদৃঢ় করতে আমার বাবা প্রয়াত বিএনপি নেতা শাহজাহান যেমন ভাবে শহীদ জিয়ার আদর্শে আমাকে বড় করেছে আমি সেই আদর্শ আমার বোকে ধরে রাখবো ইনশাআল্লাহ।বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একতাবদ্ধভাবে মাঠে কাজ চালিয়ে যাব। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। সংকট ও সম্ভাবনার মুহূর্তে দায়িত্বশীলভাবে পাশে থাকব।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু কে ধন্যবাদ জানিয়েছেন গাজীপুর জেলা যুবদল ওই নেতা।























