মাগুরা মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন জেলা প্রশাসনের
- Update Time : 07:37:41 pm, Sunday, 7 December 2025
- / 29 Time View
মোঃ সাকিবুল হাসান ফুজায়েল, মাগুরাঃ
ঐতিহাসিক মাগুরা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মাগুরার উদ্যোগে মঙ্গলবার নানা কর্মসূচি আয়োজন করা হয়। দিনের শুরুতে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশ নেন।
- র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাগুরা হানাদারমুক্ত হওয়ার ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সুবর্ণ অধ্যায়ের অন্যতম এই দিনটি মাগুরাবাসীর জন্য গৌরবময় স্মৃতি বয়ে আনে। বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদান সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলার সর্বস্তরের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে শক্তিশালী করতে মুক্ত দিবসের তাৎপর্য স্মরণ করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশপ্রেম জাগানিয়া ঘটনা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।



















