ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ
- Update Time : 09:40:28 pm, Sunday, 7 December 2025
- / 84 Time View
সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদকঃ- নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশর বিশেষ অভিযানে ৮০ ও ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) রাতে পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ রফিক বিপিএম, এসআই জহিরুল ইসলাম, এসআই শামীম হোসেন ও ফোর্সসহ ঈগল-২ নাইট পার্টি এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার জামতলা এলাকায় জনৈক আবু তালেবের ছয়তলা ভবনের ছাদের উপরের কক্ষে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—
১) মোঃ সিরাজুল ইসলাম সাজু (২৭), জামালপুর জেলার বাসিন্দা (জব্দ: ৮০ পিস ইয়াবা)
২) মোঃ হাবিব মিয়া (২৫), রংপুর জেলার বাসিন্দা (জব্দ: ২০ পিস ইয়াবা)
আটক দুইজন বর্তমানে উক্ত ভবনের ছাদের কক্ষে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করতেন বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


















