পুলিশের বিশেষ অভিযানে ৪,৫০০ ইয়াবা ও নগদ ৪ লাখ ১০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : 08:02:25 pm, Sunday, 7 December 2025
- / 33 Time View
নিজস্ব প্রতিবেদকঃ বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪ লাখ ১০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক এস.এম. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ইব্রাহিম (৩৫)-কে ইয়াবা ও নগদ টাকা-সহ গ্রেফতার করা হয়। পলাতক সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং ১৭, তারিখ ০৭ ডিসেম্বর ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল-১০(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















