Dhaka 9:17 pm, Friday, 5 December 2025

৬’শ উইকেটের মালিক নারাইন

Reporter Name
  • Update Time : 08:17:56 pm, Friday, 5 December 2025
  • / 19 Time View
২৫

অগ্নিশিখা ডেস্কঃ বিশ্বের তৃতীয় ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ডান-হাতি স্পিনার সুনীল নারাইন।

সম্প্রতি, শারজাহতে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) দ্বিতীয় ম্যাচে শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন নারাইন। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে ৬শ উইকেটেরে মাইলফলক স্পর্শ করেন তিনি।

৫৬৮ ম্যাচে ১৩ হাজার ২৫৫ রান দিয়ে ৬ দশমিক ১৬ ইকোনমিতে ৬০০ উইকেটের মালিক এখন ৩৭ বছর বয়সি নারাইন।

টি-টোয়েন্টিতে নারাইনের ক্যারিয়ার সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট। ম্যাচে ৫ বা ততোধিক উইকেট একবারই নিয়েছেন তিনি। নারাইনের গড় ২২ দশমিক ০৯ ও স্ট্রাইক রেট ২১ দশমিক ৪।

৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারের বিশ্ব রেকর্ডের মালিক আফগানিস্তানের রশিদ খান।

এরপর আছেন নারাইনের স্বদেশি ডোয়াইন ব্রাভো। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ব্রাভো।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৬’শ উইকেটের মালিক নারাইন

Update Time : 08:17:56 pm, Friday, 5 December 2025
২৫

অগ্নিশিখা ডেস্কঃ বিশ্বের তৃতীয় ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ডান-হাতি স্পিনার সুনীল নারাইন।

সম্প্রতি, শারজাহতে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) দ্বিতীয় ম্যাচে শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন নারাইন। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে ৬শ উইকেটেরে মাইলফলক স্পর্শ করেন তিনি।

৫৬৮ ম্যাচে ১৩ হাজার ২৫৫ রান দিয়ে ৬ দশমিক ১৬ ইকোনমিতে ৬০০ উইকেটের মালিক এখন ৩৭ বছর বয়সি নারাইন।

টি-টোয়েন্টিতে নারাইনের ক্যারিয়ার সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট। ম্যাচে ৫ বা ততোধিক উইকেট একবারই নিয়েছেন তিনি। নারাইনের গড় ২২ দশমিক ০৯ ও স্ট্রাইক রেট ২১ দশমিক ৪।

৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারের বিশ্ব রেকর্ডের মালিক আফগানিস্তানের রশিদ খান।

এরপর আছেন নারাইনের স্বদেশি ডোয়াইন ব্রাভো। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ব্রাভো।