সরাইল উপজেলা ডিস্ট্রিবিউটর সমিতির আত্মপ্রকাশ
- Update Time : 06:08:22 pm, Friday, 5 December 2025
- / 12 Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ডিস্ট্রিবিউটর সমিতি গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর২০২৫ইং) সকাল ১০টায় সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে ভাই ভাই সুপার মার্কেট আবাবিল কমিউনিটি সেন্টার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
হাজী মোঃ শাহজাহান মিয়াকে সভাপতি ও মোঃ আনিছুর রহমান কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র সভাপতি মো: বশির আহমেদ, সহ সভাপতি মো: রাসেল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সালমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো: শামীম মিয়া,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আলাল সরকার, দপ্তর সম্পাদক শেখর চন্দ্র দেব,কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক উজ্জ্বল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো: মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মুজিবর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: শাহ আলম প্রমুখ।
উক্ত কমিটির সদস্যরা তাদের পণ্য নির্বিঘ্নে সরবরাহের জন্য প্রশাসন ও সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত সমিতির যুগ্ম – সম্পাদক ও মেসার্স আব্দুর রাজ্জাক ট্রেডার্স এর স্বত্বা অধিকারী আব্দুর রাজ্জাক। সব শেষে দেশের সকল ব্যবসায়ীদের জন্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।





















