সাবেক এমপি নুরুন্নবীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
- Update Time : 02:14:59 pm, Thursday, 4 December 2025
- / 13 Time View
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
দুদক জানায়, অনুসন্ধানে ফারজানা চৌধুরীর নামে মোট ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৫৬২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তার গ্রহণযোগ্য বৈধ আয়ের পরিমাণ ২ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৩৯৫ টাকা এবং ব্যয় পাওয়া যায় ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৫২৬ টাকা। ব্যয় বাদ দিলে গ্রহণযোগ্য আয় দাঁড়ায় ৭৫ লাখ ৬৬ হাজার ৮৬৯ টাকা। এ হিসেবে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকা।
এ অবস্থায় তার নামে ও বেনামে আরও সম্পদ থাকার সন্দেহে দুদক আইন অনুযায়ী তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কমিশনের নির্দেশ অনুযায়ী, গত ২০ জুলাই ২০২৫ তারিখে তার ঠিকানায় গিয়ে সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হলেও তিনি নির্ধারিত সময়ে তা দাখিল করেননি। এ সময়সীমার মধ্যে কোনো সময় বাড়ানোর আবেদনও জমা পড়েনি।
দুদক বলছে, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
















