যশোরে ১০টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
- Update Time : 08:39:19 am, Thursday, 4 December 2025
- / 27 Time View
যশোরে ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আজ বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বর্ণের বারসহ ওই দুইজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার বাজারমূল্য দুই কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক দুইজন হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. মাহাফুজ আলম (৩১)।
যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আজ ভোর সাড়ে ৫টার দিকে মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন বিজিবিকে জানিয়েছেন, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য তারা যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিলেন।
এ ঘটনায় ওই দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক




















