মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- Update Time : 12:08:04 pm, Wednesday, 3 December 2025
- / 20 Time View
সাকিবুল হাসান ফুজায়েলঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি রঙিন র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভাপতিত্ব করেন মাগুরা জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠা শুধু আইনি বাধ্যবাধকতা নয়—এটি মানবিকতার দাবি।” তিনি প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন।
সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন, সমাজে অন্তর্ভুক্তি, প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, দিবসটি উপলক্ষে গৃহীত এসব উ প্রতিবন্ধী অধিকার প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।




















