Dhaka 6:07 pm, Wednesday, 3 December 2025

ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাট : শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

Daily Agnishikha
  • Update Time : 11:38:52 am, Wednesday, 3 December 2025
  • / 13 Time View
১৯

সাবেক ছাত্রদল নেতার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান (ম খা) আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

আগামী ২৯ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার চার্জশিট গ্রহণ বিষয় শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মাহামুদুন্নবী বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ২৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছি।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী জান্নাত আরা ফেরদৌসের স্বামী মোহাম্মদ শামীম পারভেজ ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ১১নং ওয়ার্ডের সাবেক কমিশনার। সাবেক প্রচার সম্পদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং সাবেক ভিপি সরকারী বাংলা কলেজ মিরপুর। যার দরুন তৎকালিন আওয়ামী লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে বিভিন্ন মামলা হামলা করে আসছিল। তারই প্রেক্ষিতে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর শেখ হাসিনা ও মহিউদ্দিন খান আলমগীরের নির্দেশে অপর আসামিরা তার বাড়ির প্রত্যেকটি ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রতিটি ফ্ল্যাটের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে ২২ টি ল্যাপটপ, ১৭টি স্মার্ট মোবাইল ফোন, আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার এবং বাদীর বাড়ির ২য় তলা থেকে নগদ নয় লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় এবং ভাংচুর ও লুটপাট শেষে বাদীর নাবালক সন্তানসহ বাড়ির ৫৪ জন ভাড়াটিয়াকে অবৈধভাবে আটক করে এবং মারপিট করে। এ ঘটনায় জান্নাত আরা ফেরদৌস বাদী হয়ে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ২৬ অক্টোবর শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মাহামুদুন্নবী।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাট : শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

Update Time : 11:38:52 am, Wednesday, 3 December 2025
১৯

সাবেক ছাত্রদল নেতার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান (ম খা) আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

আগামী ২৯ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার চার্জশিট গ্রহণ বিষয় শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মাহামুদুন্নবী বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ২৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছি।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী জান্নাত আরা ফেরদৌসের স্বামী মোহাম্মদ শামীম পারভেজ ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ১১নং ওয়ার্ডের সাবেক কমিশনার। সাবেক প্রচার সম্পদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং সাবেক ভিপি সরকারী বাংলা কলেজ মিরপুর। যার দরুন তৎকালিন আওয়ামী লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে বিভিন্ন মামলা হামলা করে আসছিল। তারই প্রেক্ষিতে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর শেখ হাসিনা ও মহিউদ্দিন খান আলমগীরের নির্দেশে অপর আসামিরা তার বাড়ির প্রত্যেকটি ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রতিটি ফ্ল্যাটের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে ২২ টি ল্যাপটপ, ১৭টি স্মার্ট মোবাইল ফোন, আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার এবং বাদীর বাড়ির ২য় তলা থেকে নগদ নয় লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় এবং ভাংচুর ও লুটপাট শেষে বাদীর নাবালক সন্তানসহ বাড়ির ৫৪ জন ভাড়াটিয়াকে অবৈধভাবে আটক করে এবং মারপিট করে। এ ঘটনায় জান্নাত আরা ফেরদৌস বাদী হয়ে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ২৬ অক্টোবর শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মাহামুদুন্নবী।