নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন
- Update Time : 10:23:25 am, Friday, 7 November 2025
- / 81 Time View
সাহাব উদ্দীন বিশেষ প্রতিনিধি ঃ-
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে মুক্তারপুর–পঞ্চবটি রোডে নির্মাণাধীন উড়ালসড়কের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও তিনজন।
নিহতের নাম মো. ইয়াসিন আরাফাত বাবু (২৮)। তিনি ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার আবু কালামের ছেলে। আহতরা হলেন রবিউল (২২), জমির আলী (২৩) ও ইমরান (২২)।
বৃহস্পতিবার রাতে তারা উড়ালসড়কের রড টেনে উপরে তুলছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। দগ্ধ তিনজনকে রাতেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে



















