নারায়ণগঞ্জে চাষাঢ়ায় ইজিবাইক ও অটোচালকদের সাথে ট্রাফিকের দায়ত্বে থাকা সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘষে উভপক্ষের কমপক্ষে ২০ জন আহত ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড চার ঘন্টা অবরোধ// দুর্ভোগ । নারায়ণগঞ্জে চাষাঢ়ায় ইজিবাইক ও অটোচালকদের সাথে ট্রাফিকের দায়ত্বে থাকা সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘষে উভপক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বিক্ষুব্দ ইজিবাইক ও অটোচালকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেন। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘন্টা লিংক রোড অবরোধ করে রাখে অটোচালকরা। এতে চরম ভোগান্ততে পড়ে স্কুল কলেজর শিক্ষার্থীসহ যাত্রীরা। বুধবার সকাল এগারোটায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনার মিমাংসা করা হয়। অটোচালদের অভিযোগ যাত্রী নিয়ে চাষায় তাদের জন্য নির্ধারিত জায়গায় যাত্রী নামিয়ে অটো বা ইজিবাবইক ঘুরানোর সময় চাষাঢ়া মোড়ে গেলেই ট্রাফিকের দায়িত্বে থাকা সেচ্ছাসেবী ছাত্ররা তাদের গাড়ির চাকা লোহার রড দিয়ে ফুট করে দেয় । আবার অনেকের উপর হামলা করে মারধর করেন। বুধবার সকাল সকাল থেবে বেশ কয়েকজন অটোচালকের উপর ছাত্ররা হামলা করে আহত করে। চার পাচঁটি অটো রিক্সার গ্লাস ভাংচুর করে। পরে প্রতিবাদে অটো ও ইজিবাইক চালকরা ডিসি অফিসের সামনে অটোরিক্সা ও ইজিবাইক এলোপাথাড়ি রেখে সড়ক অববোধ করে বিক্ষোভ করে ।
চালকদের অভিযোগ ডিসি অফিসের সামনে ছাত্ররা তাদের উপর হামলা চালায় এবং কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে। তবে ছাত্রদের অভিযোগ ইজিবাইক চালকরা কোন আইন মানে-না। তারা নির্ধারিত সীমানা ক্রস করে চাষাঢ়া গোলচত্ব গিয়ে ইজিবাইকে যাত্রী নেয়ার চেষ্টা করে এবয়ং স্ট্যান্ড করে জ্যাম সৃষ্টি করে। তাদের কিছু বললেই তারা আমাদের (ছাত্র) উপর তেরে আসে। বুধবার অটোচালকরা হামালা চালিয়ে বেশ কয়েকজন ছাত্রকে আহত করে। ভক্সপপ: একাধিক অ্েটাচালক ও শিক্ষার্থীর । এদিকে জেলা ও পুলিশ প্রশাসন যাতে সংঘাত আর না বাড়তে পারে সেজন্য দ্রুত স্থাণীয় রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোচালক ও ছাত্রদের প্রতিনিধি নিয়ে ; দ্রুত বৈঠকে বসেন। পরে স্টেক হেল্ডাদের সাথে আলোচনা করে সামনে যাতে আর এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য উভয় পক্ষকে ধৈর্য ধারন করে চলাল নির্দশনা দেন। একই সাথে ইজিবাইক চালকদের শহরে প্রবেশ না করে যে সীমানা নির্ধারন করে দেয়া হয়েছে তা মেনে চলা এবং সংঘষের আহতের চিকিৎসার ব্যবস্তা জেলা প্রশাসন থেকে করা হবে বলে আশ^স্ত করেন। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হবে জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া,জেলা ,পুলিশ সুপার নারায়ণগঞ্জ ।