বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
প্রতিবাদ লিপিঃ
গত ২৫ আগস্ট ও ৩১ আগস্ট ২০২৫ইং তারিখে “দৈনিক খবরের আলো” পত্রিকায় যথাক্রমে “সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের আড়ালে ঘুষের রাজত্ব” এবং “আজরা জাবিন ও মতিউলের ছত্রছায়ায় আশুলিয়ায় ঘুষ বানিজ্য” শিরোনামে আশুলিয়া ইউনিয়ন পরিষদকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন,মনগড়া,বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। উক্ত সংবাদে বলা হয়েছে শিল্পপ্রতিষ্ঠানকে ভয় দেখিয়ে,সরকারি কর কমানোর প্রলোভন দেখিয়ে মোটা অংকের ঘুষ আদায় করা হয়েছে।এছাড়া এ্যাসেসমেন্ট বাবদ ৭ লক্ষ ৭০ হাজার টাকা কর সংক্রান্ত দুর্নীতির চেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে।আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। শিল্পপ্রতিষ্ঠানকে ভয় দেখিয়ে কিংবা সরকারি কর কমানোর প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ আদায়ের যে অভিযোগ আনা হয়েছে তা একান্তই মনগড়া, কল্পনাপ্রসূত ও বিভ্রান্তিকর,যার কোনো বাস্তব ভিত্তি নেই। অন্যদিকে আশুলিয়া ইউনিয়ন এলাকায় এ্যাসেসমেন্ট বাবদ ৭ লক্ষ ৭০ হাজার টাকা কর প্রদানের মতো কোনো বড় প্লাস্টিক কারখানার অস্তিত্বই নেই।এ ধরনের ভুয়া সংবাদ প্রকাশের কারণে সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও পারিবারিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।আমরা জোর দাবি করছি ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্যপ্রচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইতোমধ্যেই প্রকাশিত সংবাদটির যথাযথ প্রতিবাদ ও সংশোধনী প্রকাশ করতে হবে।
আশুলিয়া(ঢাকা)।
০২.০৯.২৫