সোমবার, ১২ মে ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজিফা নামে ভারসাম্যহীন ৯০ বছর বয়সীএক বৃদ্ধ মহিলা ৭দিন যাবত নিখোজ ।গত ৪ মে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে নিখোজ হন।এ ঘটনায় নিখোজ অজিফার মেয়ে লাভলী আক্তার বাদি হয়ে শনিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
জানা যায়, লোকমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসা থেকে সকাল ৭ টার সময় বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি ভারসাম্যহীন এই বৃদ্ধ মহিলাটির গ্রামের বাড়ির ঠিকানা গ্রাম ডাঙ্গাপাড়া ডোমার ইউনিয়ন ডোমার,থানা,জেলা নীলফামারী। মাকে না পাওয়ার বেদনায় মার ছবি হাতে নিয়ে রাস্তায় পাগলের মত মাকে খুঁজছে,তার মেয়ে লাভলী। যদি কোন হৃদয়বান ব্যক্তি কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ০১৭২৮৭৫২০৫৪।