সোমবার, ১২ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৯শ’ ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১।
গত শুক্রবার (৯ মে) দিবাগত রাতে র্যাব-১১ চিটাগাং রোড’র দশতলা এলাকায় মোস্তফা ফার্নিচারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লার সদর দক্ষিণের ভল্লপুরের মো. জিলানী (২৫) এবং একই এলাকার রামধনপুরের মো. হৃদয় (২০)।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত আসামিরা পরস্পর যোগসাজশে মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে ইয়াবার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের ধরতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব।