Dhaka 2:40 am, Saturday, 22 November 2025

ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ জামিনে মুক্তির পেয়ে ফের সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

  • Reporter Name
  • Update Time : 09:50:27 am, Wednesday, 7 May 2025
  • 161 Time View

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর খাজাঞ্চি বাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লন্ডন প্রবাসী ভাই-বোন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও সেনা সদস্যরা।

সূত্রে জানা গেছে, প্রবাসী হাজেরা আলী পান্না ও তার ভাই দিলন মিয়ার সঙ্গে একই এলাকার গোলাম রব্বানী সোহেল ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে গোলাম রব্বানী সোহেল গং অতর্কিতভাবে ফাঁকা গুলি ছোঁড়ে এবং ইট-পাথর নিক্ষেপ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এতে হাজেরা আলী পান্না ও দিলন মিয়া গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা (নং-১৭/২০২৫) দায়ের করা হলে অভিযুক্ত ১০ জন আসামি জামিনে মুক্তি পেয়ে ৬ মে (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গোলাম রব্বানী সোহেলসহ ৩০-৪০ জনের একটি দল হাজেরা আলী পান্নার বাড়ির গেট ও সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং বিরোধপূর্ণ ভূমিতে থাকা গাছপালা কেটে নিয়ে যায় এবং সিসি ক্যামেরা ভাংচুর করিয়া নিয়া গেছে ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

সংঘর্ষের খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্য সৈনিক মোনাইম বলেন আমারা ঘটনাস্থল পরিদর্শন করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।

হাজেরা আলী পান্না বলেন, “আমি ও আমার ভাই দিলন মিয়া বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।” তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে থানায় মামলা দায়ের করেছি যাহার নং ০৬/ তারিখ ০৭/০৫/২০২৫ ইং।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো:মোনায়েম মিয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mottakim Ahmed

Popular Post

ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ জামিনে মুক্তির পেয়ে ফের সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

Update Time : 09:50:27 am, Wednesday, 7 May 2025

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর খাজাঞ্চি বাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লন্ডন প্রবাসী ভাই-বোন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও সেনা সদস্যরা।

সূত্রে জানা গেছে, প্রবাসী হাজেরা আলী পান্না ও তার ভাই দিলন মিয়ার সঙ্গে একই এলাকার গোলাম রব্বানী সোহেল ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে গোলাম রব্বানী সোহেল গং অতর্কিতভাবে ফাঁকা গুলি ছোঁড়ে এবং ইট-পাথর নিক্ষেপ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এতে হাজেরা আলী পান্না ও দিলন মিয়া গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা (নং-১৭/২০২৫) দায়ের করা হলে অভিযুক্ত ১০ জন আসামি জামিনে মুক্তি পেয়ে ৬ মে (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গোলাম রব্বানী সোহেলসহ ৩০-৪০ জনের একটি দল হাজেরা আলী পান্নার বাড়ির গেট ও সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং বিরোধপূর্ণ ভূমিতে থাকা গাছপালা কেটে নিয়ে যায় এবং সিসি ক্যামেরা ভাংচুর করিয়া নিয়া গেছে ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

সংঘর্ষের খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্য সৈনিক মোনাইম বলেন আমারা ঘটনাস্থল পরিদর্শন করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।

হাজেরা আলী পান্না বলেন, “আমি ও আমার ভাই দিলন মিয়া বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।” তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে থানায় মামলা দায়ের করেছি যাহার নং ০৬/ তারিখ ০৭/০৫/২০২৫ ইং।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো:মোনায়েম মিয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন।