সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭শ’ পিস ইয়াবা সহ ফয়সাল আহম্মেদ সবুজ ও হামিদুর রহমান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে সিদ্ধারগঞ্জের চিটাগাং রোড সিএমবি অফিসের পাশে অটো স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর ফয়সাল আহম্মেদ সবুজের পরিহিত পাঞ্চাবীর পকেট হতে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও হামিদুর রহমানের প্যান্টের পকেট হইতে ৩শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফয়সাল আহম্মেদ সবুজ,সে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাঠালবাগান এলাকার আলী আশরাফের ছেলে ,ও হামিদুর রহমান নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ডাক্তারখালী উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে তারা বিভিন্ন জেলা হইতে ইয়াবা ট্যাবলেট এনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে পাইকারী বিক্রি করে। তাদের বিরুদ্ধের বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।