বন্দরে পুরাতন পলিথিন গোডাউন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
- Update Time : 07:14:39 am, Saturday, 3 May 2025
- / 111 Time View
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে জনি (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ মে) বিকেলে বন্দরের এনসিসির ২৬ নম্বর ওয়ার্ড ঢাকেশ্বরী এলাকায় একটি পুরাতন পলিথিন গোডাউন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক , জনি পাশ্ববর্তী বাগবাড়ি এলাকার বুলবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. কিরণ মিয়ার ছেলে ।
নিহতের সজনরা জানায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় জনি বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরে আসেনি। পরদিন শুক্রবার দুপুরে ঢাকেশ্বরী এলাকার সেলিমের গোডাউনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জনির পরিবারকে খবর দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বন্দর থানার এসআই মোতালিব গণমাধ্যমকে বলেন, ‘গোডাউনের ভিতরে সারি সারি পলিথিনের বস্তার ফাঁকে জনির লাশ মাথা নিচে, পা উপরে অবস্থায় পড়ে ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে । এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।





















