শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
ওসমানীনগর সিলেট সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে ১ মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ মে ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায় উক্ত সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী পুর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও ওসমানীনগর উপজেলা সভাপতি আব্দুল মুমিন, সহ-সভাপতি রেদোয়ান খাঁন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের সাধারণ সম্পাদক কাজী নাইমুর রহমান শামীম, কোষাধ্যক্ষ গোলাম হায়দার, উপজেলা ভবন নির্মাণ শ্রমিক সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খেলু, তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আইসিটি কর্মকর্তা খাঁন জাহান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিত, শ্রমিক কল্যাণ ইউপি শাখার সভাপতি জিয়াউর রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশীদ, সাংবাদিক মুহিব হাসান, সাংবাদিক সৈয়দ মোফাজ্জল আলী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।
বক্তারা বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী করতে হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।
এজন্য এ দেশকে নতুন ভাবে বৈষম্য মুক্ত করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা।