ফতুল্লায় গৃহবধূ ধর্ষণ: ময়মনসিংহ থেকে অভিযুক্ত বদনা সজীব গ্রেপ্তার
- Update Time : 08:37:27 am, Wednesday, 30 April 2025
- / 128 Time View
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূ ধর্ষণ মামলায় সজীব ওরফে বদনা সজীব (৪০) নামে আরও এক অভিযুক্ত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১। ।
গত সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর এলাকা থেকে এই অভিযুক্ত কে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত আসামি সজীব ওরফে বদনা সজীব (৪০)। সে ফতুল্লার গাবতলী প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকার আ. মান্নানের পুত্র। এর আগে, গত ১৭ এপ্রিল এই মামলার আরেক অভিযুক্ত জাকারিয়া ওরুফে নয়ন (৩০) বরিশাল থেকে র্যাবের হাতে ধরা পড়েছিল।
গত ৭ এপ্রিল ফতুল্লার গাবতলী প্রাইমারি স্কুলের পাশে এক গৃহবধূকে ডেকে নিয়ে একটি ভাড়া ফ্ল্যাটে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই ন্যক্কারজনক ঘটনাটি দ্রুতই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
র্যাবের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ভুক্তভোগীর বিয়ের আগে অভিযুক্ত মাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পরেও মাহিম তাকে ক্রমাগত উত্ত্যক্ত করত এবং অশালীন প্রস্তাব দিত। ঘটনার দিন মাহিম অন্যান্য অভিযুক্তদের সহায়তায় ওই গৃহবধূকে ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী কান্নাকাটি করলে তাকে ভয় দেখিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়।
গ্রেপ্তারকৃত আসামি কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে





















