নবাবগঞ্জে গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরুসহ ঘর পুড়ে গেছে
- Update Time : 07:24:32 am, Wednesday, 30 April 2025
- / 178 Time View
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে প্রবাসী ভানু সরকারের বাড়ির গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরু পুড়ে মারা গেছে। ভস্মীভূত হয়ে গেছে চৌচালা গোয়াল ঘর।
রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের দক্ষিণ কিরঞ্চি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রবাসীর চাচাতো ভাই সুখলাল সরকার জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির গোয়াল ঘরে বৈদ্যুতিক পাখা বিস্ফোরিত হয়ে চৌচালা ঘরের মাচায় থাকা গোবরের লাঠিতে আগুন লেগে যায়। মুহুর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে।
বুঝে ওঠার আগেই ঘরে থাকা একটি গর্ভবতী গরুসহ দুটি গরু পুড়ে মারা যায়। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি চৌচালা ঘর, দুটি গরুসহ জ্বালানি সামগ্রী পুড়ে যায়। এতে ঐ পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তায় প্রশাসনে জানানো হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এবিষয়ে জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।





















