Dhaka 12:27 am, Saturday, 22 November 2025

ভারত-পাকিস্তান উত্তেজনা: দায়িত্বশীল সমাধানের আহ্বান আমেরিকার

  • Reporter Name
  • Update Time : 08:27:53 am, Monday, 28 April 2025
  • 130 Time View

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই টানা তৃতীয়বারের মতো দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

মূলত ওই হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো।

সোমবার (২৮ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তান — উভয় দেশের সরকারের সঙ্গেই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা ঘনিষ্ঠভাবে এই পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তান — দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছি।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে।”

যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতকে সমর্থন জানিয়ে পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে, তবে এখন পর্যন্ত পাকিস্তানকে সরাসরি কোনও সমালোচনা করেনি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, “যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানায় এবং পেহেলগামে ঘটে যাওয়া জঘন্য সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানায়”। এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যেরই পুনরাবৃত্তি।

উল্লেখ্য, পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যে ভারত বেশ কয়েকটি কূটনৈতিক কঠোর পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mottakim Ahmed

Popular Post

সরাইল জাতীয় নাগরিক পার্টি উঠান বৈঠক অনুষ্ঠিত

ভারত-পাকিস্তান উত্তেজনা: দায়িত্বশীল সমাধানের আহ্বান আমেরিকার

Update Time : 08:27:53 am, Monday, 28 April 2025

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই টানা তৃতীয়বারের মতো দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

মূলত ওই হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো।

সোমবার (২৮ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তান — উভয় দেশের সরকারের সঙ্গেই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা ঘনিষ্ঠভাবে এই পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তান — দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছি।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে।”

যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতকে সমর্থন জানিয়ে পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে, তবে এখন পর্যন্ত পাকিস্তানকে সরাসরি কোনও সমালোচনা করেনি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, “যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানায় এবং পেহেলগামে ঘটে যাওয়া জঘন্য সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানায়”। এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যেরই পুনরাবৃত্তি।

উল্লেখ্য, পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যে ভারত বেশ কয়েকটি কূটনৈতিক কঠোর পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।