বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

আড়াইহাজারে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ২৬ বছর পর ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়নগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম(৪৫)কে ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব১১। এর আগে বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ২৫ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব -১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন।

গ্রেফতারকৃত পলাতক আসামি জহিরুল ইসলাম।সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাজবী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে চলে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত হত্যা মামলাটির রায় ঘোষণা করেন এবং জহিরুলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ডাপ্রাপ্ত জহিরুলকে দীর্ঘ ২৬ বছর পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় ।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com