সোনারগাঁয়ে ফরেস্ট চেক পোস্টে অবৈধ আকাশমনি রদ্দা কাঠ গাড়ীসহ আটক
- Update Time : 05:14:52 am, Thursday, 24 April 2025
- / 136 Time View
শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফরেস্ট চেক পোস্টে নিয়মিত টহলের সময় আকাশমনি রদ্দা কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বন বিভাগ। এসময় ট্রাকটিতে আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লামুখী ট্রাকটি চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করছিল। থামিয়ে তল্লাশি চালালে দেখা যায়, ত্রিপল দিয়ে মোড়ানো কাঠের স্তূপ। কাঠ পরিবহনের পক্ষে চালক ও হেলপার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে তারা ট্রাক ফেলে ঘটনাস্থল ত্যাগ করে।
সোনারগাঁ বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, আটক ট্রাক ও আকাশমনি রদ্দা কাঠ বন বিভাগের হেফাজতে রয়েছে। কাঠ পরিবহনের জন্য কোনো অনুমোদন পাওয়া যায়নি। বন আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





















