ঢাকা দোহারের দুইটি ডাকাতির ঘটনায় ডাকাত সরদারসহ পাঁচজন গ্রেফতার
- Update Time : 06:18:42 am, Thursday, 24 April 2025
- / 166 Time View
আমিনুর রহমান,দোহার- নবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় দুইটি ডাকাতির ঘটনায় ডাকাত সরদারসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুর জেলার নগরকান্দা থানার ছাগলদী গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে ডাকাত সর্দার ওমর আলী মাতুব্বর (৩৫), তার মা কমলা বেগম (৬৫), স্ত্রী রাবেয়া বেগম (৩০), একই জেলার ভাংগা থানার নাজিরপুর গ্রামের আকরাম মাতুব্বর (৪২) ও নগরকান্দা থানার বিনোকদিয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল পাল (৪৫)।
প্রেস রিলিজে জানা যায়, গত ১৫ এপ্রিল রাতে উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকার শাহজাহানের বাড়িতে ৫/৭ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে রুমের থাইয়ের লক ও গ্রীলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২৫ ভরি র্স্বণালঙ্কার ও নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। পরে এ ঘটনায় দোহার থানার মামলা রুজু হয়। অপরদিকে তার একদিন পর গত ১৬ এপ্রিল রাতে উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার গাজী মাহফুজ কাকনের বাড়িতে ৭/৮ জন ডাকাত ৫ ভরি র্স্বণালঙ্কার ও নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে যায়।
পর পর দুইটি ডাকাতির ঘটনা ঘটায় মামলা দুইটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে দোহার থানা পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার সাথে জড়িত ২ জন ডাকাত, লুন্ঠিত স্বর্ণ বিক্রি, ডাকাতির তথ্য সংগ্রহ কাজে সহায়তা করায় ২ জন আসামি ও লুন্ঠিত স্বর্ণ ক্রেতা ১ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট ডাকাতির সময় ব্যবহৃত ১ টি দেশীয় অস্ত্র ও লুন্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রেস রিলিজে আরও জানা যায়, ডাকাত ওমর আলী মাতুব্বর কিছুদিন পূর্বে জামিনে বের হয়ে দোহারে বাসা ভাড়া নিয়ে ডাকাতির পরিকল্পনা করে দুইটি ডাকাতি সংগঠিত করে। আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।





















