বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে অভিনব কায়দায় যাত্রীর পকেট থেকে টাকা নিতে ২ জন পকেটমার গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জে ২ জন পকেটমার কে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার সকাল ৯ টায় রংপুর হতে বগুড়া গামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ২ জন পকেটমার বাসে উঠে। পীরগঞ্জের কাছাকাছি আসলে ঐ পকেটমার এক যাত্রীর গায়ে বমি করে দেয়, এমন সময় অপর পকেটমার বমি পরিস্কার করতে গিয়ে কৌশলে ঐ যাত্রীর পকেটে হাত দিয়ে টাকা বের করার সময়ে পাশের এক যাত্রী দেখলে তখন হাতে নাতে ২ জন পকেটমারকে আটক করে পুলিশে দেয়া হয়। একজনের নাম আব্দুল কাদের (৩২) পিতা, আব্দুল আলিম, অপর জন সবুজ মিয়া (২৮), পিতা, জয়নাল আবেদীন, উভয়ের গ্রাম, কিশামত হারাটি, উপজেলা ও জেলা, সদর, লালমনিরহাট।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com