বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদক: পিপিপির আওতায় কক্সবাজারের মাতারবাড়িতে ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল নির্মাণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে কক্সবাজার জেলার মাতারবাড়িতে ৭.৫ মিলিয়ন টন পার অ্যানাম (১০০০ এমএমএসসিএফডি রি-গ্যাসিফিকেশন ক্ষমতা) একটি এলএনজি টার্মিনাল নির্মাণ কাজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি ) ভিত্তিতে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুযায়ী প্রকল্পটি অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য প্রতীয়মান হয় এবং প্রকল্পটিতে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বিধায় প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি তাতে নীতিগত অনুমোদন দিয়েছে। জাইকা কর্তৃক প্রণীত মাস্টার প্লান অনুযায়ী মাতারবাড়িতে ৪৫.২৩ হেক্টর জমিতে এই এলএনজি টার্মিনাল নির্মিত হবে।