বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ঢাকা জেলা দক্ষিণের নেতৃবৃন্দ নবাবগঞ্জ উপজেলার সংগঠকদের সাথে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় নবাবগঞ্জের বড় রাজপাড়া নাহার গার্ডেনে মতবিনিময় সভা করে।ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর সংগঠক আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও সংগঠক আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, নাঈম আহমাদ, শাহরিন সুলতানা ইরা।
প্রধান অতিথির বক্তব্যে আপ বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা ও সংগঠক আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন- আপ বাংলাদেশ দেশ, মাটি ও মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে কখনো পিছুপা হবে না। আপ বাংলাদেশ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করবে। এসময় উপস্থিত ছাত্র জনতা সভাকক্ষে ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’, ‘শেখ হাসিনার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’সহ বিভিন্ন স্লোগানে দেয়।
প্রধান আলোচকের বক্তব্যে আপ বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা ও সংগঠক নাঈম আহমাদ বলেন- পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার এবং ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে রাজপথে বৃহৎ আন্দোলন গড়ে তুলবে আপ বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্যে আপ বাংলাদেশ এর সংগঠক নারী নেত্রী শাহরিন সুলতানা ইরা বলেন- জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে ছিল আমাদের নারীরা। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীদের বিশেষভাবে মূল্যায়ন করা হয়নি। আপ বাংলাদেশ সকল শ্রেণি-পেশার নারীদের জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ করে নারী ও শিশুদের নিরাপত্তা, রাজনীতিতে পুরুষের পাশাপাশি নারীদের সহাবস্থান নিশ্চিত করে বৈষম্যবিরোধী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।