জেনারেশনের মনস্তাত্ত্বিকতা রাজনৈতিক এজেন্ডা ঠিক করতে পারবেন তারাই আগামী দিনে ভাল করবে
- Update Time : 07:11:19 am, Wednesday, 23 April 2025
- / 110 Time View
হাবিবুর রহমান,পীরগঞ্জ (রংপুর )প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টের হত্যাকান্ডে যারাই জড়িতদের বিচার যেনো নিশ্চিত করা হয়। দূর্ভাগ্য আমাদের প্রশাসনের দীর্ঘদিন ধরে ফ্যাসি বাদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদের সেভাবে সরকার রিফর্মেশন করতে পারেনি, এতে সরকারের ব্যর্থতা রয়েছে। মানুষিক পরিবর্তন ও রাজনৈতিক সাংস্কৃতি পরিবর্তনটা আমাদের প্রয়োজন। জেনারেশনের মনস্তাাত্ত্বিকতা বুঝে যারা রাজনৈতিক এজেন্টা ঠিক করতে পারবেন তারাই আগামী দিনে ভালো করবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রংপুর পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক নুরুল আমীন,দাওয়া সম্পাদক ও উত্তরাঞ্চল পরিচালক হাফেজ মেজবাহুল করিম রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুর হুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেরোবি সভাপতি সোহেল রানা সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন ।
তিনি বলেন, শহীদ যারা হয়েছেন তারা আমাদের হৃদয়ে থাকবেন, আল্লাহ তায়ালার বানী অনুযায়ী শহীদরা মৃত না, বরং তারা জীবিত। তার প্রমান শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ঈদের সময়ে আমরা আমাদের কর্মসূচীগুলো শহীদ পরিবারদের সাথে করেছি। সময়গুলো শহীদ পরিবারদের সাথে কাটিয়েছি। এভাবে শহীদদের যাতে প্রমোট করা হয়, শহীদদের স্প্রীটগুলো যাতে লালন করা হয়, শহীদদের স্প্রীট যদি ধারন করা যায় শহীদ আবু সাঈদ পরিবারের চাওয়া চীন মৈত্রী হাসপাতাল সেটা যাতে সরকার এখানে করে সেজন্য আমরাও জোর দাবী জানাবো।























