কাতারের আমিরের বোনের সঙ্গে গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা
- Update Time : 10:38:18 am, Wednesday, 23 April 2025
- / 229 Time View
অগ্নিশিখা ডেস্ক: দোহায় কাতারের আমিরের বোনের সঙ্গে আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজক ও কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি গোলটেবিল বৈঠক করেছেন। শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির বোন।
আজ বুধবার‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ: রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক এ বৈঠকে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত আছেন।
দোহায় গতকাল মঙ্গলবার শুরু হয় দুই দিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।




















