বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

এখন মানুষকে ইসলামের বিষয়ে শিক্ষা দিতে বেশি ভালো লাগে: লুবাবা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা তার জীবনের পরিবর্তন এবং ইসলামের প্রতি গভীর আগ্রহের কথা তুলে ধরলেন সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে।

তিনি বলেন, “ইসলামের পথ চুজ করা আমার মনে হলো আমার সবচেয়ে বেস্ট একটি ডিসিশন।” লুবাবা জানান, “এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি। যদি তার পাশাপাশি মানুষকে শেখাই, তাহলে আমি মনে করি এটা খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলবে আমাদের সোসাইটিতে।”

সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছেন লুবাবা। সেটা জানিয়ে ফেসবুকে রিল আপলোড করেন তিনি। সেই রিলসের অডিওতে তিনি বলেন, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।’

সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। দাদার অনুপ্রেরণায় এসেছিলেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে। বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সিনেমাতেও মিষ্টি সব চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন।

তবে হুট করেই যেন নিজেকে বদলে ফেলেছেন তিনি। আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এজন্য নেটিজেনদের কাছে এখন খুব পছন্দের নাম সিমরিন লুবাবা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com