Dhaka 4:51 pm, Wednesday, 31 December 2025

সংলাপে নতুন সংস্কার প্রস্তাব এসেছে: আলী রীয়াজ

Reporter Name
  • Update Time : 08:07:56 am, Tuesday, 22 April 2025
  • / 194 Time View
৯৬

অগ্নিশিখা প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে নতুন নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।তিনি বলেন, আলোচনায় নতুন প্রস্তাব এসেছে।সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। কারণ এগুলো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। রোববারের মূলতবি হওয়া বৈঠক আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে আবারও শুরু হয়। এছাড়া গত বৃহস্পতিবার দলটির সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।

প্রথম পর্যায়ের আলোচনায় বিএনপি সঙ্গে কিছু বিষয়ে ও কিছু বিষয়ে একমত হওয়া গেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্যতা আছে, বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। মতভিন্নতার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অনেকগুলো ক্ষেত্রে তারা নীতিনির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে আমাদের জানাবেন। এ সমস্ত সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সিদ্ধান্ত কেবল মাত্র এ টেবিল (সংলাপ) থেকে হতে পারবে না। কারণ সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে নীতি নির্ধারকরা অংশগ্রহণ করবেন। আশা করছি তা জানতে পারব শিগগিরই।

বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করেছে বলে জানান আলী রীয়াজ। তিনি বলেন, ১৫ টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ পর্যায়ে এসেছে। বাকী দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আশা করছি বিএনপির সঙ্গে তৃতীয় দিনে প্রাথমিক আলোচনা শেষ করতে পারব।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া আলোচনার বিষয়বস্তু কমিশন প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানানো হয় উল্লেখ করে আলী রীয়াজ বলেন, প্রতিটি বিষয় তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা দিক নির্দেশনাও দিচ্ছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকের আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সংলাপে নতুন সংস্কার প্রস্তাব এসেছে: আলী রীয়াজ

Update Time : 08:07:56 am, Tuesday, 22 April 2025
৯৬

অগ্নিশিখা প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে নতুন নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।তিনি বলেন, আলোচনায় নতুন প্রস্তাব এসেছে।সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। কারণ এগুলো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। রোববারের মূলতবি হওয়া বৈঠক আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে আবারও শুরু হয়। এছাড়া গত বৃহস্পতিবার দলটির সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।

প্রথম পর্যায়ের আলোচনায় বিএনপি সঙ্গে কিছু বিষয়ে ও কিছু বিষয়ে একমত হওয়া গেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্যতা আছে, বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। মতভিন্নতার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অনেকগুলো ক্ষেত্রে তারা নীতিনির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে আমাদের জানাবেন। এ সমস্ত সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সিদ্ধান্ত কেবল মাত্র এ টেবিল (সংলাপ) থেকে হতে পারবে না। কারণ সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে নীতি নির্ধারকরা অংশগ্রহণ করবেন। আশা করছি তা জানতে পারব শিগগিরই।

বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করেছে বলে জানান আলী রীয়াজ। তিনি বলেন, ১৫ টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ পর্যায়ে এসেছে। বাকী দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আশা করছি বিএনপির সঙ্গে তৃতীয় দিনে প্রাথমিক আলোচনা শেষ করতে পারব।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া আলোচনার বিষয়বস্তু কমিশন প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানানো হয় উল্লেখ করে আলী রীয়াজ বলেন, প্রতিটি বিষয় তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা দিক নির্দেশনাও দিচ্ছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকের আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।