বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো-আবুল, রাসেল, সোহাগ, তপন, উজ্জল, শাহ আলম যুবলীগ কর্মী জাফর।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের পর ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী পালিয়ে যুক্তরাষ্ট্র চলে গিয়েছে। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পেইজ ও গ্রুপ খুলে ফতুল্লায় নেতাকর্মীদের সুসংগঠিত করার চেষ্টা করছে।
সে অনুযায়ী, সকালে আওয়ামী লীগ, যুবলীগসহ তাদের সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। খবর পেয়ে তাদের ধাওয়া করে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ মোবাইলে অনুসন্ধান করে মীর সোহেল আলীর সেই পেইজ ও গ্রুপ পাওয়া গেছে। এছাড়া আটকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নিধনে সক্রিয় ছিলেন। সে তথ্য প্রমাণ পাওয়া গেছে।