শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকায় বালুর মাঠ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম (৪০) সে মিজমিজি আব্দুল আলীপুল এলাকার মৃত আব্দুস সালাম তালুকদারের ছেলে।
নিহতের ভাই আব্দুর রব বলেন, আমার ভাই বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বাসায় কাজ করতে গিয়েছিলেন। এরপর আর বাসায় ফেরেনি। শুক্রবার সকালে তার মরদেহের খবর পাই। যেখানে কাজ করেছে আমরা পুলিশের সঙ্গে ওই বাড়ির মালিকের বাসায় যাচ্ছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ গণমাধ্যমকে জানায়, ‘অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাত ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।