চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
- Update Time : 07:07:36 am, Saturday, 19 April 2025
- / 213 Time View
অগ্নিশিখা প্রতিবেদক: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আজ শনিবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি বিমানবন্দর থানা পরিদর্শনে যান।
এ দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চারটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন। থানাগুলো হলো— বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা।
স্বরাষ্ট্র উপদেষ্টার থানা পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান।




















