Dhaka 4:53 pm, Wednesday, 31 December 2025

ইসরায়েলি সব পণ্য বেচাকেনা বন্ধ করুন: মাওলানা নূরী

Reporter Name
  • Update Time : 04:41:43 am, Saturday, 19 April 2025
  • / 220 Time View
১১৯

অগ্নিশিখা প্রতিবেদক: বায়তুশ শরফ ‘মজলিসুল ওলামা বাংলাদেশ’র মহাসচিব প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, বিশ্ব সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইলদের মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ আজ চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য পৃথক মুসলিম জাতিসংঘ গঠন করা এবং ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। তিনি চলমান পরিস্থিতিতে খুনি ইয়াহুদী স¤প্রদায় ইসরাইলীদের সকল ধরনের পণ্য বিক্রি ও কেনা বন্ধ করার জন্য বাংলাদেশের সকল ব্যবসায়ী ও মুসলিম জনসাধারণের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে বিআরটিসি ফলমন্ডি এলাকায় ফিলিস্তিনে ইসরায়েলিদের নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে তিনি সভাপতির বক্তব্য রাখেন।

মাওলানা মামুনুর রশীদ নূরী বলেন, ইসরায়েলিদের হাতে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ আজ চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য পৃথক মুসলিম জাতিসংঘ গঠন করা এবং ফিলিস্তিনের অধিকৃত জায়গা মুসলিমদের কাছে ফিরিয়ে দেওয়া আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

তিনি গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফলমন্ডি থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড় ঘুরে পুনরায় পুরাতন রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনি জামে মসজিদের খতিব মাওলানা শাহ্ মুহাম্মদ জমির উদ্দিন জিহাদী, ফলমন্ডি জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, হযরত জুনশাহ (র.) জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী, আল আমীন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস, বানিয়ারটিলা জামে মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসরায়েলি সব পণ্য বেচাকেনা বন্ধ করুন: মাওলানা নূরী

Update Time : 04:41:43 am, Saturday, 19 April 2025
১১৯

অগ্নিশিখা প্রতিবেদক: বায়তুশ শরফ ‘মজলিসুল ওলামা বাংলাদেশ’র মহাসচিব প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, বিশ্ব সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইলদের মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ আজ চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য পৃথক মুসলিম জাতিসংঘ গঠন করা এবং ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। তিনি চলমান পরিস্থিতিতে খুনি ইয়াহুদী স¤প্রদায় ইসরাইলীদের সকল ধরনের পণ্য বিক্রি ও কেনা বন্ধ করার জন্য বাংলাদেশের সকল ব্যবসায়ী ও মুসলিম জনসাধারণের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে বিআরটিসি ফলমন্ডি এলাকায় ফিলিস্তিনে ইসরায়েলিদের নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে তিনি সভাপতির বক্তব্য রাখেন।

মাওলানা মামুনুর রশীদ নূরী বলেন, ইসরায়েলিদের হাতে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ আজ চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য পৃথক মুসলিম জাতিসংঘ গঠন করা এবং ফিলিস্তিনের অধিকৃত জায়গা মুসলিমদের কাছে ফিরিয়ে দেওয়া আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

তিনি গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফলমন্ডি থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড় ঘুরে পুনরায় পুরাতন রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনি জামে মসজিদের খতিব মাওলানা শাহ্ মুহাম্মদ জমির উদ্দিন জিহাদী, ফলমন্ডি জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, হযরত জুনশাহ (র.) জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী, আল আমীন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস, বানিয়ারটিলা জামে মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।