বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

পীরগঞ্জ প্রেসক্লাবে ওয়ার্ল্ড ভিশনের লার্নিং শেয়ারিং বিষয়ক কর্মশালা

হাবিবুর রহমান,পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মাঠ পর্যায়ের কাজে সফলতা ও লার্নি শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মোঃ সাদা’র সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহন করেন পীরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, ভিডিসি ও সকল উপকারভোগীবৃন্দ। এতে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কায়ক্রমের বিবরণ দেন প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন। কর্মশালায় মুল কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণের পাশাপাশি বিশদ বর্ণনা দেন ওয়ার্ল্ড ভিশনের পীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার ডায়মন্ড জেস্পার ঘাগ্রা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগাড়ী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উপকারভোগী কল্পনা রানী, সাগরিকা কিসকু, শান্তি বেগম, সুলতানা বেগম, ইশরাত জাহান মায়া, দিলরুবা আক্তার, শিল্পী আক্তার, হামিদা খাতুন, শ্রাবণী আক্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com