বুধবার, ০২ Jul ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ :
কুমুদিনী বাগানের বিদ্যুৎ চোর থেকে গ্যাস চোর সেচ্ছাসেবক দলের নেতা মাউরা দুলাল নারায়ণগঞ্জের বন্দর থানায় ১৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি সাত জেলায় বজ্রপাতের সতর্কতা জারি নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষ: আধুনিক প্রযুক্তিতে কৃষির নতুন সম্ভাবনা

ওসমানীনগরে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের একাধিক হত্যা মামলাসহ ৭টি মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকছার আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নানা নাটকিয়তার পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আকছার আহমদ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ উপজেলার পশ্চিম পৈলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদকে গ্রেপ্তাতারের পর পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। পুলিশের উপর হামলা গাড়ি ভাংচুর ও আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় ২ এপ্রিল থানায় ১৮জনকে অভিযুক্ত করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হলেও ঘটনার ১০ দিনেও কোন অভিযুক্তকে গ্রেপ্তাতার না করায় পুলিশের উপর হামলার একটি ভিডিও গনমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। পরে পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্ততার করে।

এদিকে, ঘটনায় পর থেকে একের পর এক রহস্যের জন্ম দিয়েছে। হাতকড়াসহ আকছার আমদকে ছিনিয়ে নিলেও একই এলাকায় পরিত্যাক্ত অবস্থায় হাতকরা পাওয়ার বিষয় নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে। হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার পর অতিরিক্ত পুলিশ সুপারের মধ্যস্থতায় গোপনে চাবি পাঠিয়ে হাতকড়া ফেরত আনার অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে এমন খবরে উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

তবে বিষয়টি গনমাধ্যমে অস্বিকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম। অবশেষে ঘটনার ১৫ দিন পর সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে অভিযান চালিয়ে আকছার আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। আকছার আহমদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস আই সফিক আহমদ।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com