বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে সড়কে দেয়াল দখলের অপচেষ্টা প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ১নং প্রথমপাশা ওয়ার্ডে সরকারি সড়কের উপর পাকা দেয়াল নির্মাণ করে গ্রামীণ সিসি ঢালাই পাকা সড়ক দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আপ্তাব উল্লার ছেলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, শেখ আসাদুজ্জামান জুবায়েরের বিরুদ্ধে। এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, শত শত বছরের ব্যবহার হয়ে আসা জনসাধারণের চলাচলের একমাত্র সড়কে পাকা দেয়াল নির্মাণ করে চলাচলে বাধা সৃষ্টি সহ দখল করা হচ্ছে। গরু-ছাগল ও কৃষি কাজে যাতায়াতকারী পরিবার এখন দুর্ভোগে পড়েছে। শুধু তাই নয়, সরকারি অর্থায়নে নির্মিত সিসি ঢালাই রাস্তার নামফলক ভেঙ্গে ফেলে রাস্তায় সরকারি কাজের আলামত মুছে ফেলে দিয়ে দেয়াল নির্মাণ করে দখল হয়েছে।

এ প্রসঙ্গে এলাকাবাসীর পক্ষে হাফিজ মৌলানা জুনাইদ আহমেদ সিলেট জেলা প্রসাশক ও ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৯ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, এই অবৈধ কর্মকাণ্ডের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

একই বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল বাছিত কামাল বলেন, রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে জনসাধারণের চলাচলে বাধা দেওয়া গুরুতর অপরাধ। স্থানীয় সরকার ব্যবস্থার অন্তর্ভুক্ত কেউ যদি এমন কাজ করে থাকেন, তাহলে তা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন বলেন বিষয়টি তদন্ত ক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধভাবে নির্মিত দেয়াল অপসারণ করে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধার করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এ ধরনের ঘটনা স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হ্রাস করে এবং সামাজিক অস্থিরতার জন্ম দেয় বলে মনে করছেন সচেতন মহল। প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে এলাকাবাসীর এই দুর্ভোগের অবসান ঘটাতে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com