গাইবান্ধায় শুরু হলো কুদ্দুস আলমের তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
- Update Time : 08:14:21 am, Saturday, 12 April 2025
- / 96 Time View
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় শনিবার শুরু হয়েছে আলোকচিত্রশিল্পী কুদ্দুস আলমের তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘চর ও জীবন’। পৌরপার্কের বিজয়স্তম্ভ প্রাঙ্গণে সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী,মানবাধিকার অ্যাক্টিভিস্ট, লেখক এবং কিউরেটর, দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত ড. শহিদুল আলম। সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা প্রদর্শনীর আয়োজন করে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আবুল হোসেন মৃধার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও দ্য ডেইলি স্টার প্রতিনিধি মোস্তফা
সবুজ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও ‘আদিবাসী’ সাঁওতালদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রদর্শনীর উদ্বোধন করে ড. শহিদুল আলম বলেন, আলোকচিত্রও কবিতার মতো। আলোকচিত্রীরা এক প্রকারের গল্পকার, তাঁরা আলোকচিত্রের মাধ্যমে গল্প বলেন। আলোকচিত্রীকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়। জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে আলোকচিত্রীরা অসামান্য সাহসী ভূমিকা পালন করেছেন। তাঁদের কারণেই আন্দোলন অনেক দূর এগিয়ে গেছে। কুদ্দুস আলমের ছবিগুলো সময়ের সাক্ষী। প্রদর্শনী উপলক্ষে শিক্ষার্থীদের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রদর্শনীর উদ্বোধক ও প্রধান অতিথি ড. শহিদুল আলম। প্রদর্শনীতে কুদ্দুস আলমের তোলা নদীজীবী ও চরাঞ্চলের মানুষের যাপিত জীবনের দেড় শতাধিক ছবি স্থান পায়। পরে ড. শহিদুল আলম গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।























