বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ :
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর হালকাটা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার আটক ১ জন নারায়ণগঞ্জের ফতুল্লায় আইন উপদেষ্টা ড, আসিফ নজরুল নারায়ণগঞ্জে জমায়েতে ইসলামীর মানববন্ধন মাদক সম্রাট মাদকসহ গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০০শয্যা হাসপাতালে যৌথ অভিযানে ১৫ দালাল আটক মহাষ্টমীর দিনে গাইবান্ধায় কুমারী পূজা ভোলা-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ত্যাগী নেতা – সহিদ উল্যাহ তালুকদার মাদকবিরোধী সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে গোবিন্দের স্ত্রীর হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার গত কয়েক মাস ধরেই বিবাহবিচ্ছেদের আলোচনা-সমালোচনা চলছে। গত বছরের শেষ থেকেই গোবিন্দকে নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়, গোবিন্দ নাকি অর্ধেক বয়সের মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। পরকীয়ায় বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তারকাপত্নী। দিলেন চরম হুঁশিয়ারি।

সুনীতা আহুজাকেও বিভিন্ন সময়ে তার স্বামীর বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। কখনও তিনি জানিয়েছেন যে তিনি সন্তানদের নিয়ে আলাদা থাকেন এবং গোবিন্দ তার নিজের মতো জীবনযাপন করেন। আবার কখনও স্বামীকে নিয়ে পরকীয়ার আশঙ্কার কথাও বলেছেন তিনি। এমনকি একটি সাক্ষাৎকারে সুনীতা এমনও মন্তব্য করেছেন যে গোবিন্দর মতো স্বামী তিনি আর চান না। এসব মন্তব্যের জেরেই তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়।

তবে এবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই ক্ষোভ ঝাড়লেন সুনীতা। স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন তিনি।

সুনীতা বলেন, ‘কিছু মানুষ রাস্তার কুকুরের মতো ভৌ-ভৌ করতে থাকে। আমি অথবা গোবিন্দ যতক্ষণ না বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলছি, ততক্ষণ পর্যন্ত আপনারা কিছুই বিশ্বাস করবেন না।’

সম্প্রতি ষাট বছরে পা দেওয়া গোবিন্দর বিরুদ্ধে প্রায় অর্ধেক বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর গুঞ্জন শোনা যায়। মনে করা হচ্ছে, এই সম্পর্কের জেরেই তাদের সংসারে অশান্তি। এমনও শোনা যায় যে সুনীতা এখন আর স্বামীর সঙ্গে এক ছাদের নীচেও থাকেন না। এর আগে গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছিলেন এবং অসুস্থও হয়ে পড়েছিলেন রাজনৈতিক প্রচারে বেরিয়ে। এসব ঘটনা তাদের সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও বাড়িয়ে তোলে।

এভাবেই একের পর এক প্রশ্ন এবং চর্চার মধ্যে যখন বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছিল, তখনই অবশেষে মুখ খুললেন সুনীতা আহুজা এবং স্পষ্ট ভাষায় জানালেন যে যতক্ষণ না তারা নিজেরা কিছু বলছেন, ততক্ষণ পর্যন্ত বিবাহবিচ্ছেদের জল্পনাকে বিশ্বাস করার কোনো কারণ নেই।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com