Dhaka 12:11 am, Thursday, 11 December 2025

ঈজরাইলের বর্বরচিত আগ্রাসনের বিরুদ্ধে “ওয়ারিয়র্স অব জুলাই”দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মশাল মিসিল

Reporter Name
  • Update Time : 06:21:09 am, Tuesday, 8 April 2025
  • / 101 Time View
১৮

মো:নাফিস হাসনাইন, জেলা প্রতিনিধি দিনাজপুর: গতকাল ৭ এপ্রিল রাত ৮টায় সময়ে ফিলিস্তিনের উপর অন্যায় ভাবে যুক্তরাজ্য এবং ঈজরায়েলের পশুর মতন বর্বরতাময় আগ্রাসনের বিরুদ্ধে মশাল মিসিলের আয়োজন করেন ওয়ারিয়র্স অব জুলাই : দিনাজপুর জেলা শাখা। মিসিলটি জেলা স্কুলের গেট থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় প্রদহ্মিন করে লিলি মোড়ে এসে শেষ হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন আহ্বায়ক ফরহাদ হোসাইন, সংগঠক আসাদুজ্জামান নূর, মুখপাত্র মিষ্টি, সদস্য সচিব ফয়সাল,মোঃ শামসুল হক, মো: নাফিস হাসনাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। উক্ত মিসিলে সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

অরিওর্স অফ জুলাইয়ের অন্যতম মুখ্য সংগঠক আসাদুজ্জামান নূর বলেছেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং বর্বরতাময় পশুর মত যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তাতে জাতিসংঘ নির্বাক হয়ে আছে,জাতিসংঘের ভূমিকাটা অনেকটা তুষের আগুনের মতন, মুসলমানদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে জাতিসংঘ লজ্জা পায়।বাংলাদেশ সহ অন্যান্য সকল মুসলমান অধ্যুষিত রাজ্যের আমাদের মতন সাধারণ জনগণদের উচিত ফিলিস্তিনের পক্ষে জিহাদের ডাক দেওয়া এবং ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণের জন্য কাফেলা তৈরি করা। ডোনাল্ড ট্রাম্প এবং মিঃ বেঞ্জামিন নেতানিয়হু যুদ্ধ বিরতির সন্ধি উপেক্ষা করে ফিলিস্তিনের ওপর যে আক্রমণ চালিয়েছেন তা হলো ইতিহাসের নিকৃষ্টতম মানুষ হত্যার কুকীর্তি। তিনি আরো বলেন আমরা সবাই ঈজরাইলের পণ্য বয়কট করি, কারণ হিসেবে তিনি বর্ণনা করেন যে আমাদের ক্রয় কৃত ঈজরাইলের প্রত্যেকটি পণ্যের টোটাল মুনাফার একটি অংশ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়।

পুরো মিসিলটি ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে, স্লোগান ছিল “ঈজরাইলের দালালেরা হুঁশিয়ার সাবধান”। আমরা ঈজরাইলের পণ্য বয়কট করার মাধ্যমে সকলে মিলে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাড়াই, একজন প্রকৃত মুমিন মুসলমান হিসেবে এটা করা আমাদের ঈমানী দায়িত্ব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঈজরাইলের বর্বরচিত আগ্রাসনের বিরুদ্ধে “ওয়ারিয়র্স অব জুলাই”দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মশাল মিসিল

Update Time : 06:21:09 am, Tuesday, 8 April 2025
১৮

মো:নাফিস হাসনাইন, জেলা প্রতিনিধি দিনাজপুর: গতকাল ৭ এপ্রিল রাত ৮টায় সময়ে ফিলিস্তিনের উপর অন্যায় ভাবে যুক্তরাজ্য এবং ঈজরায়েলের পশুর মতন বর্বরতাময় আগ্রাসনের বিরুদ্ধে মশাল মিসিলের আয়োজন করেন ওয়ারিয়র্স অব জুলাই : দিনাজপুর জেলা শাখা। মিসিলটি জেলা স্কুলের গেট থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় প্রদহ্মিন করে লিলি মোড়ে এসে শেষ হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন আহ্বায়ক ফরহাদ হোসাইন, সংগঠক আসাদুজ্জামান নূর, মুখপাত্র মিষ্টি, সদস্য সচিব ফয়সাল,মোঃ শামসুল হক, মো: নাফিস হাসনাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। উক্ত মিসিলে সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

অরিওর্স অফ জুলাইয়ের অন্যতম মুখ্য সংগঠক আসাদুজ্জামান নূর বলেছেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং বর্বরতাময় পশুর মত যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তাতে জাতিসংঘ নির্বাক হয়ে আছে,জাতিসংঘের ভূমিকাটা অনেকটা তুষের আগুনের মতন, মুসলমানদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে জাতিসংঘ লজ্জা পায়।বাংলাদেশ সহ অন্যান্য সকল মুসলমান অধ্যুষিত রাজ্যের আমাদের মতন সাধারণ জনগণদের উচিত ফিলিস্তিনের পক্ষে জিহাদের ডাক দেওয়া এবং ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণের জন্য কাফেলা তৈরি করা। ডোনাল্ড ট্রাম্প এবং মিঃ বেঞ্জামিন নেতানিয়হু যুদ্ধ বিরতির সন্ধি উপেক্ষা করে ফিলিস্তিনের ওপর যে আক্রমণ চালিয়েছেন তা হলো ইতিহাসের নিকৃষ্টতম মানুষ হত্যার কুকীর্তি। তিনি আরো বলেন আমরা সবাই ঈজরাইলের পণ্য বয়কট করি, কারণ হিসেবে তিনি বর্ণনা করেন যে আমাদের ক্রয় কৃত ঈজরাইলের প্রত্যেকটি পণ্যের টোটাল মুনাফার একটি অংশ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়।

পুরো মিসিলটি ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে, স্লোগান ছিল “ঈজরাইলের দালালেরা হুঁশিয়ার সাবধান”। আমরা ঈজরাইলের পণ্য বয়কট করার মাধ্যমে সকলে মিলে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাড়াই, একজন প্রকৃত মুমিন মুসলমান হিসেবে এটা করা আমাদের ঈমানী দায়িত্ব।