শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায়ী রনি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (৬ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রনি সে বন্দর উপজেলার মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সন্ধ্যায় এলাহিপল্লী মোড়ে একদল দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য গত ১৭ জানুয়ারি নিহত রনিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে এনে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল শত শত নারী পুরুষ।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহত রনির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত রনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।