সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
- Update Time : 09:53:49 am, Saturday, 29 March 2025
- / 107 Time View
আতোয়ার রহমান,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে শনিবার সকাল ৯টার দিকে যাত্রীবাহী পিকআপের সাথে বিপরীতদিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মুসা মিয়া (২০) নামে একজন নিহত ও চার যাত্রী আহত হয়। নিহত মুসা মিয়া (২০) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে পিকআপভ্যানের সাথে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মুসা মিয়া নিহত ও অপর যাত্রী চারজন আহত গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন খন্দকার (ওসি) জানান, সড়ক দুর্ঘনায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।


















