ফতুল্লায় অবৈধ ইট ভাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা আদায়
- Update Time : 09:36:56 am, Tuesday, 25 March 2025
- / 108 Time View
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে ( ২৪ শে মার্চ) দুপুর ১২ টায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিযাজ শিশির এর নেতৃত্বে নারায়ণগঞ্জ লাল মিয়ার চর, বক্তাবলী এলাকায় অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে ইট ভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে কম্বাইন্ড ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অধীনে অভিযুক্ত করা হয় এবং উক্ত আইনের ৮ ধারা লঙ্ঘন করায় ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় এবং আইনানুগ নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।





















